খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্রসহ নিরাপত্তাবাহিনীর হাতে ৩ ইউপিডিএফ (প্রসীত) সন্তাসী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্রসহ নিরাপত্তাবাহিনীর হাতে ৩ ইউপিডিএফ (প্রসীত) সন্তাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অভিযান চালিয়ে ২ টি একনালা বন্দুক, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইলসহ প্রসীত পন্থি ইউপিডিএফের ৩ সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুলাই শনিবার মধ্যরাতে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দূর্গম মরা কয়লা নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

আটককৃত ইন্দ্রকুমার (সুমন চাকমা) চাকমা (৩০) রামগড় উপজেলার কালাপানি এলাকার আশিক কুমার চাকমার ছেলে, বিমল চাকমা (৩১) একই এলাকার মনোব কুমার চাকমার ছেলে ও নিলংদন চাকমা (৩৫) করিকে চাকমার ছেলে। এসময় আটককৃত ব্যক্তিদের নিকট থেকে একনালা বন্দুক ২ টি, চাঁদা আদায়ের রশিদ বই -৬ টি, মোবাইল ৪টি, ইউপিডিএফ মূল দলের পতাকা ৯টি উদ্ধার করা হয়েছে।

You may have missed