বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা সংকট উত্তোরনে পার্বত্য জেলা বান্দরবানে অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়নের সেনা সদস্যরা।

১৬ জুলাই বৃহষ্পতিবার সকালে সদর দপ্তর ২৪পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বান্দরবানের বিভিন্ন এলাকার দু:স্থ ও কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, আটা ও তেল।

সেনাবাহিনীর এরুপ সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগন সেনাবাহিনীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দু:স্থ মানুষের সেবায় সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান সেনা রিজিয়নের কর্মকর্তারা।