রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার কমিটি গঠন নিয়ে আলোচনা সভা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের কোর্টবিল্ডিং এলাকা রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাব্বির আহম্মেদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ সোলায়মান, কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ হাবিব আজম, নাগরিক পরিষদ অন্যতম নেতা মোঃ ইব্রাহিম, মোঃ নজরুল ইসলাম, মোঃ হুমায়ন কবির, আবুল বশরসহ ছাত্র সংগঠনের নেতারা।
সভায় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের বঞ্চিত নিপীড়িত মানুষের কল্যাণে নাগরিক পরিষদের পাশাপাশি ছাত্র পরিষদেরও কাজ করতে হবে। পার্বত্য এলাকায় ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রনেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে সচেতন করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।