গুইমারার সিন্দুকছড়িতে খাবার পানির তীব্র সংকট, বেকায়দায় ৫শ পরিবার - Southeast Asia Journal

গুইমারার সিন্দুকছড়িতে খাবার পানির তীব্র সংকট, বেকায়দায় ৫শ পরিবার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ১নং ওয়াডের্র মুড়াপাড়া এবং ৩নং ওয়ার্ডের পুঙ্খীমুড়াসহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ খাবার পানির সংকট, আর এতে করে পাহাড়ী ছড়া, ঝিরি ও কুয়ার পানিরিউপর নির্ভরশীল এসব এলাকার অন্তত ৫শতাধিক পরিবার। ফলশ্রুতিতে প্রায় সময়ই এসব এলাকার লোকজন নানাবিধ পানিবাহিত পেটের সমস্যায় ভোগেন।

সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা জানান, সিন্দুকছড়ি ইউনিয়নে প্রত্যন্ত যেসব এলাকায় টিউবওয়েল স্থাপন করা সম্ভব সেসব এলাকাগুলো’তে টিউবওয়েল স্থাপন করা হবে।

তবে জনস্বাস্থ্য প্রকৌশল সূত্রে জানা যায়, সিন্দুকছড়ি ইউনিয়নের এসব এলাকায় টিউবওয়েল স্থাপন করা সম্ভব নয়, কারণ মাটির নিচে পাথর রয়েছে। ফলে বিশুদ্ধ পানির সমস্যা এখানে প্রকট।