লংগদুতে জেএসএস (সন্তু)’র গুলিতে জেএসএস (এমএন লারমা)’র কর্মী আহত ও কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের - Southeast Asia Journal

লংগদুতে জেএসএস (সন্তু)’র গুলিতে জেএসএস (এমএন লারমা)’র কর্মী আহত ও কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে গত ১৫ জুলাই বুধবার ভোর রাতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র হামলায় এমএন লারমা সমর্থিত জেএসএস’র এক কর্মী গুলিবিদ্ধ ও সংগঠনটির দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ২২ জুলাই বুধবার এমএন লারমা সমর্থিত জেএসএস কর্মী সুজয় চাকমা (২৩) বাদী হয়ে লংগদু থানায় এ মামলা দায়ের করেন।

সূত্র মতে, গত ১৫ জুলাই বুধবার ভোর রাতে লংগদু উপজেলার দক্ষিণ পশ্চিমে তিনটিলা কাঠালতলী এলাকায় জেএসএস (এমএন লারমা)’র কার্যালয়ে হামলা চালায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস। এসময় জেএসএস সংস্কার কর্মী সুজয় চাকমার (২৩) বুকের বাম দিকে গুলি লাগে। ঘটনার সময় তার সাথে থাকার অপর দুইজন বাবুল চাকমা ও কাজল চাকমা পালিয়ে যায়। হামলার পর পরই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে সেসময় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা)’র লংগদু উপজেলা সভাপতি অঙ্গলাল চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন মুল জেএসএসকে দায়ী করে বলেন, বড় ধরণের নাশকতা করতে তারা পার্টি অফিসে হামলা চালিয়েছে। তিনি জানান, এসময় অফিসে থাকা টাকা ও নিরাপত্তার জন্য রাখা অস্ত্রও লুট করেছে সন্ত্রাসীরা।

এদিকে গত ২২ জুলাই দায়েরকৃত মামলার এজহার সূত্রে জানা গেছে, মামলায় মোট ১১জনকে আসামী করা হয়েছে। তাদের মধ্যে মনি শংকর চাকমা (৪৮), যশো চাকমা (৪৩), মিলন চাকমা (৪০), রুপেন চাকমা (৩৫), কাজল বিকাশ চাকমা (২৫), অয়ন্তিময় চাকমা (৪৭), অর্জন চাকমা (২৬), রমেল চাকমা (২৫), চিকোলো চাকমা (৩৬), সপ্পো কালা চাকমা (৪৩) জেলার লংগদু উপজেলার বড়াদম ও বগাচত্তর এলাকার বাসিন্দা এবং বাবুল মনি চাকমা (২৬) বাঘাইছড়ি উপজেলার সরোয়াতলী এলাকার বাসিন্দা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর জানান, গত ১৫ জুলাই মধ্যরাতে জেএসএস সংস্কারের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই বান্দরবান জেলা সদরের বাঘমারায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কারের জেলা সভাপতিসহ ৬জন নিহত হয়।