রাঙামাটির বাঘাইছড়িতে ধর্মশালা বন বিহারের ভান্তেকে কুপিয়ে হত্যার চেষ্টা দুর্বৃত্তদের
 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাস্থ রুপকারী ইউনিয়নের দোখাইয়া ধর্মশালা বন বিহারের ভান্তে বধি বৃক্ষ তরুন জীবন চাকমা (৫৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দৃর্বৃত্তরা বিহারে দান বাক্সের তালা ভেঙ্গে রক্ষিত আনুমানিক ৫০ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছে রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমা।
তিনি বলেন, বুধবার (২২ জুলাই) ভোর রাত ৩ ঘটিকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বিত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় ভান্তেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। মাথায় আঘাত প্রাপ্ত তরুন জীবন চাকমা কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পরির্চযায় রয়েছেন তিনি।
আহত ভান্তে মাইছড়ি এলাকার সুভাষ কারবারীর ছেলে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। তিনি বিহারে একাই বসবাস করতেন।
বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বলেন, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়েছি দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) কর্তৃক বেশ কয়েকজন বৌদ্ধ ধর্মীয় ভান্তের উপর হামলা, হত্যা, অপহরণ ও বিহার পুড়িয়ে দেয়ার ঘটেছে। গতকিছুদিন পূর্বে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় গুরু ড. এফ দীপঙ্কর ভান্তে কর্তৃক নির্মিত একটি বিহারও জেএসএস (সন্তু) কর্তৃক পুড়িয়ে দেবার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ধর্মশালা বন বিহারের ভান্তে বধি বৃক্ষ তরুন জীবন চাকমাকে হত্যা চেষ্টার ঘটনায় উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত বলে ধারনা স্থানীয়দের।
