খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের পর হত্যা
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় তিনজন উপজাতি যুবক কর্তৃক নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের পর হত্যার খবর পাওয়া গেছে।
২৪ জুলাই শুক্রবার ভোরে মাটিরাঙ্গা পৌর এলাকার ১০ নং মুসলিমপুর গ্রামের বাসা থেকে তিনজন অপরিচিত উপজাতি লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে দুপুর প্রায় পৌনে একটার দিকে উপজেলার সাপমারা এলাকায় বড় বটগাছ সংলগ্ন পাহাড়ী ছড়ায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
অপহৃত নুর মোহাম্মদ টিপুর স্ত্রী জোহরা আক্তার জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তিনজন উপজাতি যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরী চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় শেষে ফিরে না আসায় মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত শাহ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। স্হানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠিয়েছে। এছাড়া এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের দায়ি করে আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় বাঙালি নেতৃবৃন্দ।