খাগড়াছড়িতে যক্ষ্মা প্রতিরোধে ইমামদের নিয়ে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে যক্ষ্মা প্রতিরোধে ইমামদের নিয়ে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি শিল্প কলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি নাটাবের সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। এসময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিএম এর সাধারণ সম্পাদক ও মেডিকেল অফিসার ডা. টুটুল চাকমা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু তাহের আনসারি।

সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, প্রাণঘাতী করোনার চেয়েও যক্ষ্মা মারাত্মক। করোনারমত যক্ষ্মাও হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষ্মাসহ বিভিন্ন মরণব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা করতে মসজিদের ইমামদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, সভার যক্ষ্মা রোগী সনাক্ত করতে ইমাদের সহায়তা কামনা করা হয়। এসময় মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন।