জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা আর নেই
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সংস্কার)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে আর নেই। ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত্যুকালে তিনি এক কণ্যা, দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জেএসএস (এমএন লারমা)’র একটি সূত্র জানিয়েছে, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গত দুই সপ্তাহের অধিক সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ মঙ্গলবার সর্বশেষ অনুষ্ঠিত দলটির ১২তম সম্মেলনে তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর অনিয়ম, স্বজনপ্রীতি, আদর্শ থেকে বিচ্যুতিসহ নানা অভিযোগে ২০১০ সালে সেখান থেকে বেরিয়ে জেএসএস (এমএন লারমা) গঠনের পেছনে বড় ভূমিকা ছিলো প্রয়াত তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে’র।
এদিকে সংগঠনটির একাধিক সূত্রের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুর ঘটনায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা ওরফে পরিচয় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।