রাতের আঁধারে হঠাৎ গোলাগুলি, থমথমে বাঘাইছড়ি - Southeast Asia Journal

রাতের আঁধারে হঠাৎ গোলাগুলি, থমথমে বাঘাইছড়ি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বাঘাইছড়িতে আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠনের দুপক্ষের গোলাগুলিতে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। ২১ আগষ্ট রাত পোনে নয়টার দিকে উপজেলা সদরের বাবু পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবঙ্গছড়া বীজের পাশ থেকে জেএসএস (সন্তু লারমা) দলের সশস্ত্র ক্যাডার বাহিনী জেএসএস (এমএন লারমা) দলের বাবু পাড়া দলীয় কার্যালয় লক্ষ্য করে ৭০/৮০ রাউন্ড ব্রাশ ফায়ার করে। পরে এমএন লারমা দলের পক্ষ থেকেও পাল্টা জবাব দেয়া হয়। এতে উভয় পক্ষের কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও গোলাগুলির শব্দে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

বাঘাইছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাহাড়ের আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, আমরা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। ঘটনাস্থল এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।’