২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ইউপিডিএফ (গণতান্ত্রিক)'র শ্রদ্ধা - Southeast Asia Journal

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র শ্রদ্ধা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০০৪ সালের ২১শে আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্নার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

২১ আগষ্ট শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত এক বার্তায় সংগঠনটির নেতারা নারকীয় এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্নার প্রতি গভীর শোক ও এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই হামলায় নিহত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) ২৪ জন। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর অনেকেই গ্রেনেডের স্পিন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। হাত-পা, চোখসহ দেহের বিভিন্ন অঙ্গ হারিয়ে অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়ে অমানবিক জীবন যাপন করছেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফও মাথায় বিঁধে থাকা স্পিন্টারের যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।