পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটির সাজেক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি আগামী ১লা সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মতো এতোদিন বন্ধ ছিলো এই পর্যটন কেন্দ্রটি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানান, স্বাস্থ্যবিধি মেনে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ করেন তিনি।
