খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌথভাবে ‘সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম’ উদ্বোধন করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সভায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাসান আরিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি, উপজেলা প্রকৌশলী মো: রাজু আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি, জন্মগত হ্রদরোগে আক্রান্ত এবং স্ট্রোকে প্যারালাইজড ৯ জন রোগীকে নগদ ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লক্ষ টাকার নগদ চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৪ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়, এ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম।