বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯ তম শাহাদাতবার্ষিকী আজ - Southeast Asia Journal

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯ তম শাহাদাতবার্ষিকী আজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ শনিবার ৫ সেপ্টেম্বর। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।

নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।

এরপর ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীর গুলিতে নূর মোহাম্মদের সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। তাকে কাঁধে নিয়েই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন নূর মোহাম্মদ। এক পর্যায়ে মর্টারের আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙে যায়। তবুও গুলি চালাতে চালাতে মাটিতে লুটিয়ে পরেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ।

২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদের জন্মস্থান মহিষখোলার নাম পরিবর্তন করে নূর মোহাম্মদ নগর করা হয়। নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ নূর মোহাম্মদনগরে কোরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পুলিশ কর্তৃক সশস্ত্র সালাম এবং দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

You may have missed