রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপি নেতা নিহত
 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রতন চাকমা (২২) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্রপরিষদের এক নেতা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে বাঘাইছড়ি পৌরসভাধীন বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন চাকমা পিসিপি’র বাঘাইছড়িস্থ কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, দুপুর দুইটার সময় সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা বাঘাইছড়ি পৌরসভার বাবুপাড়া এলাকার চারদিকে ঘিরে ফেলে। এসময় জেএসএস (এমএন লারমা) সমর্থিত লোকজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি করে সন্ত্রাসীরা। তাৎক্ষনিক চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিজিবি ও থানা পুলিশের যৌথটিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সেখান থেকে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া জনমনে ভীতি দূর করতে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
