কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাত গ্রেফতার - Southeast Asia Journal

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার জেলার টেকনাফে শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে সাদেক (১৯) নামের এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গত ১৯ অক্টোবর সোমবার রাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ এপিবিএন পুলিশ পরিদর্শক রকিবুল ইসলাম

অভিযানের সত্যতা নিশ্চিত করে এপিবিএন পুলিশ পরিদর্শক রকিবুল ইসলাম বলেন, সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মুচনি রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করে এপিবিএন পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ডাকাত রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের ১১৭২নং শেডের আমির হোসনের ছেলে সাদেক (১৯) বলে জানা গেছে। তার এমআরসি নাম্বার ৬২৯৩৩। তিনি আরও জানান,গ্রেফতারকৃত ডাকাতকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।