সীমান্ত সুরক্ষায় এটিভি পেল রাজশাহী বিজিবি - Southeast Asia Journal

সীমান্ত সুরক্ষায় এটিভি পেল রাজশাহী বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে শক্ত ভূমিকা রাখার লক্ষ্যে চারটি অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) প্রদান করা হয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ এর রাজশাহী ১ ব্যাটালিয়ন। রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এটিভি পাওয়ার তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, এই যান সীমান্ত এলাকার উঁচু-নিচুসহ যেকোনো কর্দমাক্ত ও দুর্গম পথে চলাচল করতে সক্ষম। ৩ আসন বিশিষ্ট এভিটি প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারে ৩০ কিলোমিটার পথ।

রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, আধুনিকায়ন মহাপরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিজিবিতে এটিবি সংযোজন করা হয়েছে। আমাদের সীমান্তের যেসব এলাকায় পায়ে হেঁটে যেতে সময় লাগে, তাছাড়া চলাচলের অযোগ্য রাস্তা আছে, সেখানে এভিটিতে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো যাবে। পতাকা বৈঠক কিংবা চোরাচালান বিরোধী অভিযানসহ যেকোনো পরিস্থিতিতে বিওপি থেকে দ্রুত সীমান্তে পৌঁছতে এটিভি ব্যবহার হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রাজশাহী বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ৭৮ কিলোমিটার। এর মধ্যে রয়েছে পদ্মার বিস্তীর্ণ অঞ্চল। সীমান্তে টহল জোরদার করতে প্রথম ধাপে চারটি এটিভি যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আরও বেশকিছু যুক্ত হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।