পাকিস্তানের মাদরাসায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ - Southeast Asia Journal

পাকিস্তানের মাদরাসায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের একটি মাদরাসায় ক্লাস চলাকালীন সময়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে সাত জনের মৃত্যু ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ ২৭ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পাকিস্তানের উত্তর-পশ্বিমাঞ্চলীয় শহর পেশোয়ারে এ ঘটনা ঘটে।

হাসপাতালের কর্মকর্তারা বলছেন, এ হামলায় নিহতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ১৩ বছরের কম বয়সীসহ আহতদের মধ্যে শিশু-কিশোররা রয়েছে। হাসপাতালের কর্মকর্তারা রয়টার্সকে বলেন, বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের শরীর পুড়ে গেছে। আহতদের মধ্যে দুইজন শিক্ষকও আছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিষ্ফোরণের সময় পেশোয়ারের এ মাদরাসাটিতে ৬০ জন ক্লাস করছিল। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ব্যাগ নিয়ে একজনকে ভবনটিতে প্রবেশ করতে দেখা গেছে। এ ঘটনায় মাদরাসাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) শফকত মালিক পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে বলেছেন, এই হামলায় ৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।

উল্লেখ্য, আফগান সীমান্তের নিকটবর্তী পেশোয়ার শহরটি সাম্প্রতিক বছরগুলোতে তালেবান বিদ্রোহের সময় ভয়াবহ সহিংসতার মুখোমুখি হয়েছে। ছয় বছর আগে শহরের একটি সামরিক বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় বহু শিশু সহ দেড় শতাধিক মানুষ নিহত হয়েছিল। তবে কয়েক বছর ধরে হামলার সংখ্যা অনেক কমেছে।