খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক বাঙ্গালীদের বাগান কর্তন ও কৃষকদের মারধর
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্তৃক বাঙ্গালীদের সৃজনকৃত বাগানের প্রায় ৫শতাধিক সেগুন গাছের চারা কর্তৃক ও সেখানে কর্মরত প্রায় ২০জন বাঙ্গালী শ্রমিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ২২ নভেম্বর রবিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার ১ নং তাইন্দং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ১ নং তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, স্থানীয় তাজুল ইসলাম ও আমির হেসেনসহ বেশ কয়েকজন বাঙ্গালী ব্যক্তির বাগানে বাগান পরিষ্কার, পাহাড়ী কচু ক্ষেতসহ বাগানগুলোতে কর্মরত ছিলেন বেশ কয়েকজন বাঙ্গালী মালিক ও শ্রমিক। বিকেলে হঠাৎ একদল উপজাতি সন্ত্রাসী এসে নিজেদের ইউপিডিএফ (প্রসীত) সদস্য দাবী করে পূর্ব নির্ধারিত চাঁদার টাকা না পাওয়ায় মালিক ও শ্রমিকদের গালাগালি শুরু করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বাগান মালিক ও শ্রমিকদের নিজেদের বাগানের প্রায় ৫শ সেগুন গাছ কাটতে বাধ্য করে, এসময় কয়েকজন গাছ কাটতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের বেদম মারধর করে। এরপর উক্ত ভূমি নিজেদের দাবী করে সেখানে উপস্থিত বাঙ্গালীদের পাহাড়ে না যাবার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায় সন্ত্রাসীরা।
বাগান কাটার সত্যতা নিশ্চিত করে ১ নং তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ঘটনার পর মাটিরাঙ্গা থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায়না, ‘আমরা আজ কেউ থানায় অভিযোগ বা বিজিবির কাছে অভিযোগ করলে পরদিন রাতের আঁধারে বাঙ্গালী এলাকাগুলোতে হামলা চালিয়ে সব নিশ্চিহ্ন করে দিবে সন্ত্রাসীরা। তাই সব মুখ বুঝে সহ্য করে নিতে হয় আমাদের।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানিয়েছেন, ঘটনার পর খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ বিষয়ে কেউ থানায় এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
