ইরাকে তেল শোধনকেন্দ্রে রকেট হামলা আইএসের - Southeast Asia Journal

ইরাকে তেল শোধনকেন্দ্রে রকেট হামলা আইএসের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উত্তর ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে আইএস। এতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষতি হয়নি। ডয়চে ভেলে জানিয়েছে, গত ২৯ নভেম্বর রোববার ইরাকের সালাহউদ্দিন প্রদেশের সিনিয়া শোধনাগারে জ্বালানি সংগ্রহের ট্যাংকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

উত্তর ইরাকের ছোট তেল শোধনাগারটিতে আচমকাই পর পর দুইটি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়। ৩০ নভেম্বর সোমবার সকালে ইরাকের সরকার জানিয়েছে, ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রকেট হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে। ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। ডয়চে ভেলে জানিয়েছে, সিনিয়া খুব বড় তেল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনোভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।