খাগড়াছড়িতে নিউমোনিয়ার প্রকোপ, ৫ দিনে ৪ শিশুর মৃত্যু - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নিউমোনিয়ার প্রকোপ, ৫ দিনে ৪ শিশুর মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে বেশি বিপাকে পড়তে হচ্ছে দুর্গম এলাকার মানুষদের। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শ্বাসকষ্ট, জ্বর, ঠাণ্ডা ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়।

জেলায় গেল পাঁচ দিনে সদর হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে চার শিশু। যাদের বয়স এক থেকে দেড় মাস। ওই ওয়ার্ডে ভর্তি রয়েছে আরো ২৫ জন। প্রতিদিন শিশু ওয়ার্ডে ভিড় বাড়ায় বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালের একজন নার্স জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা মূলত দুর্গম এলাকা থেকে বেশি আসছে। ওইসব অঞ্চলে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে যখন কোন কাজ না হয় তখনই সদর হাসপাতালে নিয়ে আসে। শেষ ধাপে আসলে তখন আসলে আমাদের করার কিছু থাকে না।

এ অবস্থায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, বাচ্চাদের গরম কাপড় ব্যবহার নিশ্চিত করতে হবে। এইসাথে সুষম খাবার খাওয়াতে হবে। তবেই এ হার কিছুটা কমতে পারে।