আফগানিস্তানে এক এমপিকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা, নিহত ৯ - Southeast Asia Journal

আফগানিস্তানে এক এমপিকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা, নিহত ৯

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানে এক আইনপ্রণেতাকে (এমপি) লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। কাবুলে গত ২১ ডিসেম্বর রোববারের ওই হামলায় আহত হয়েছেন প্রায় ডজনখানেক লোক। খবর এএফপি। রোববার আফগান সংসদ সদস্য খান মোহাম্মাদ ওয়ারদাককে হত্যার উদ্দেশ্যে চালানো বোমা হামলায় অবশ্য তিনি বেঁচে গেছেন।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবি এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় আরো ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আন্দারাবি বলেন, সংসদ সদস্যের যাওয়ার পথে পার্ক করা কোনো গাড়িতে বোমা ছিল নাকি বোমা বহনকারী কোনো গাড়ি হামলাকারী ড্রাইভ করে নিয়ে এসেছে, তা এখনো পরিষ্কার নয়। এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা সংগঠন। স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবি জানান, গত তিন মাসে ৩৫টি আত্মঘাতী ও ৫০৭টি বোমা হামলা চালিয়ে ৪৮৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে তালেবান। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন ১ হাজার ৪৯ জন।

আফগানিস্তানে কয়েক সপ্তাহ ধরে অনেক বোমা হামলার ঘটনা ঘটেছে। আফগান সরকার ও তালেবানের মধ্যকার যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চলার মধ্যেই এ হামলাগুলোর ঘটনা ঘটছে। গত ২০ ডিসেম্বর আফগানিস্তানের আরো কয়েকটি জায়গায় বোমা হামলার খবর পাওয়া গেছে। এগুলো হলো লোগার, নাঙ্গারহার, হেলমান্দ ও বাদাখশান। এতে কয়েকজন বেসামরিক ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন। গত শুক্রবার দেশটির গজনি প্রদেশে রিকশায় বহন করা বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু।