রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পক্ষে ভারত- ভারতীয় হাই কমিশনার
নিউজ ডেস্ক
‘বাংলাদেশের মতো ভারতও রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন চায়। এই ইস্যুতে ভারতের অবস্থান বাংলাদেশের মতোই। আমরাও চাই বাস্তুচ্যুত নাগরিকদের একটি নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবর্তন’ বলেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গত ২১ ডিসেম্বর রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব।’
দোরাইস্বামী বলেন, ‘আমরা বুঝি, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কি ধরনের আর্থ সামাজিক এবং নিরাপত্তার প্রেক্ষাপটে চ্যালেঞ্জের মুখোমুখি আছে। এই বাস্তুচ্যুত মানুষ শুধু বাংলাদেশের একার চিন্তার বিষয় নয়, এটি আমাদেরও উদ্বেগের বিষয়।’
ভারতীয় হাই কমিশনার আরও বলেন, ‘এটা একদম পরিষ্কার আমরা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন চাই। সব ক্ষেত্রে ভারতের সহযোগিতা থাকবে। তাদের ফিরিয়ে নেওয়া বাংলাদেশের সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত ও বাংলাদেশের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই।’