কোনো রুটেই বিমান বন্ধ করার কথা ভাবছে না সরকার- বিমান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের বিমানগুলো বসে আছে। আমরা যত দ্রুত সম্ভব এইগুলো অপারেট করতে চাই। এই মুহূর্তে কোনো রুট বন্ধ করার কথা সরকার ভাবছে না। যেখানে যে বাধ্যবাধকতা আছে সেটা আমরা মানবো। যে রুটে আপনি যাবেন তাদের সিদ্ধান্ত মানতে হবে।’ তিনি আরও বলেন, ‘সৌদি আরব যে মুহূর্তে বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে বাংলাদেশ সেই মুহূর্তে সৌদিতে বিমান চলাচল শুরু করবে। আমাদের সেখানে বিপুল পরিমান লোক আছে। আমাদের ফ্লাইট খুব ভালো চলছে। নিষেধাজ্ঞা ওঠার সাথে সাথেই সৌদিতে বিমান চালাবো। শুধু সৌদি আরব না, প্রত্যেকটা ডেস্টিনেশনে নিষেধাজ্ঞা ওঠার সাথে সাথেই বিমান চলবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে রুফটপ রেস্টুরেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সেন্ট মার্টিনের বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, ‘সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার্থে একটা পরিকল্পনা নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। সেগুলো এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের কিছু নিষেধাজ্ঞা আসছে।’
বিদেশ থেকে ভ্যাকসিন পরিবহন ও সংরক্ষনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের ব্যাপারটা সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ব্যাপারে কাজ করার জন্য বিমানবন্দরে তাদের ইউনিট রয়েছে। ভ্যাকসিন পরিবহন বা সংরক্ষণে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফিউজ্জামান, ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ হেলাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।