কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ - Southeast Asia Journal

কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি যাত্রিবাহী লঞ্চ থেকে এক হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত শনিবার (২ জানুয়ারি) মধ্য রাতে এম ভি ইয়াদ-৩ নামের ওই লঞ্চে কোস্টগার্ডের স্টেশন পাগলা ইউনিট এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। রোববার (৩ জানুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।