খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর নির্মাণ এলাকা পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ও ভারতের ত্রিপুরার সাথে স্থলবন্দর চালুর লক্ষে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে জাইকা’র প্রতিনিধি দল। ৬ জানুয়ারি বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ওপর নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ ও স্থলবন্দরের সাথে সংযুক্ত এক্সেল লোড কন্ট্রোল স্টেশনসহ বিভিন্ন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের সাথে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইনপ্রæভমেন্ট প্রজেক্ট বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন দলের সদস্যরা সেতুর নির্মাণকাজ সহ অন্যান্য স্থাপনার কাজ সুষ্ঠু ভাবে হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দলে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইনপ্রুভমেন্ট প্রজেক্ট বাংলাদেশের সমন্বয়ক ইউহু হেয়াখাওয়া ও প্রজেক্ট পরামর্শক মাসাটোমা টোইওড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের প্রথম স্থলবন্দর হতে যাচ্ছে রামগড় স্থলবন্দর। এটি চালু হলে দু’দেশের অর্থনৈতিক ও পর্যটন খাত বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।