রাঙামাটিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাগড়া ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এক নারীর অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রাঙামাটির জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

রাঙামাটি কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে। তবে এখনো তার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তাই অভিযোগের মামলা হয়নি।