টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’পক্ষের গোলাগুলিতে যুবক নিহত - Southeast Asia Journal

টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মাদক মামলার গ্রেফতার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাত ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। তবে নিহতের পরিবারের দাবি, পুলিশের গুলিতে নিহত হন খোরশেদ।

পুলিশ বলছে, এই ঘটনায় শামসুল আলম ওরফে কালা শামসু নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মঙ্গলবার রাতে টেকনাফ সদরের হাবির ছড়া এলাকার মাদক মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি শামসুল আলমকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার পথে হাবির ছড়া এলাকায় পৌঁছালে তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ব্যারিকেড দিয়ে শামসুলকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় গোলাগুলিতে আহত হন ওই তিন পুলিশ সদস্য। ওসি বলেন, দু’পক্ষের গোলাগুলির ঘটনায় মানি লন্ডারিং ও মাদক মামলার পলাতক আসামি খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে সে কাদের গুলিতে মারা গেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটক শামসুল আলম একজন র্শীষ মাদক ব্যবসায়ী। তাদের দু’ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া মাহমুদ বলেন, গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার বুকে বা পাশে গুলির আঘাত রয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়ে টেকনাফ হাসপাতালে যান কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ও উখিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদ।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ইয়াবা, অস্ত্র, মানি লন্ডারিংসহ ৭টি মামলার আসামি শামসুল আলমকে গ্রেফতার করে পুলিশের একটি দল থানায় ফেরার পথে মিঠাপানির ছড়া বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ৩টি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে পুলিশের ৩ সদস্য আহত হন। এতে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। হামলাকারী পালিয়ে গেলে পুলিশ গ্রেফতার আসামিকে নিয়ে থানায় ফিরে আসে। এসপি বলেন, পরে আসামির ছোট ভাই খোরশেদ আলম ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় বলে পুলিশ খবর পায়। খোরশেদ আলমের বিরুদ্ধেও মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে ৮টি মামলা রয়েছে।

খোরশেদ আলমের আরেক ভাই শাহীন আলম বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের মিঠাপানির ছড়া বাজার এলাকায় তার ভাই খোরশেদ আলমসহ স্থানীয় যুবকরা মিলে ব্যাডমিন্টন খেলছিল। একপর্যায়ে তাদের বড় ভাই শামসুল আলমকে কয়েকজন অজ্ঞাত লোক বাড়ি থেকে একটি অটোরিকশায় (সিএনজি) তুলে টেকনাফের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় খবর পেয়ে দেড় কিলোমিটার দূরে মিঠাপানির ছড়া বাজার এলাকায় গাড়িটি ধরার জন্য সড়কে ব্যারিকেড দিয়ে শামসুলকে কেড়ে নেওয়ার চেষ্টা করে সে। এ সময় গাড়ি থেকে গুলি করা হয়। পরে গাড়িটি তার ভাই শামসুল আলমকে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। গাড়ি থেকে করা গুলিতে ছোট ভাই খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসপি হাসানুজ্জামান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ইয়াবা-অস্ত্র-মানি লন্ডারিংসহ ৭টি মামলা রয়েছে শামসুল আলমের বিরুদ্ধে।