খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্রসহ উপজাতি যুবক আটক - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্রসহ উপজাতি যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ খজেন্দ্র ত্রিপুরা (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময় তার কাছে লোহার তৈরি দেশীয় পিস্তল ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত বুধবার (৬ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। সে মাটিরাঙ্গার তৈকাতাং হরিপুর্ন পাড়ার বাসিন্দা কিশোর চাঁন ত্রিপুরা ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (৬ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার কোমরে গুজানো একটি দেশীয় পিস্তল, ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. আব্দুল মবিন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েল করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেছেন, আটককৃত খজেন্দ্র ত্রিপুরাকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।