৫০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ - Southeast Asia Journal

৫০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৫০ জন যাত্রী ছিলেন। শনিবার (৯ জানুয়ারি) রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় বিমানটি। শ্রীয়িজায়া এয়ার বোয়িং৭৩৭ বিমানটি উড্ডয়ন করার পর পরেই যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

কর্মকর্তারা জানান, বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।বিমানটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, নিখোঁজ বিমানটির জন্য তল্লাশি শুরু হয়েছে। শ্রীয়িজায়া এয়ার স্থানীয় বিমান অপারেটার বলছে, ওই ফ্লাইট সম্পর্কে তারা এখনও তথ্য জোগাড় করছে।