কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে র্যাব-৭ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার একটি মুরগির খামারের দু’চালা টিনের ঘরে অভিযান চালিয়ে আহম্মেদ কবির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে সেখান থেকে এক লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে মাদক দ্রব্যসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।