অবৈধভাবে ওয়াকিটকি আমদানি: দুই বছরের কারাদণ্ড হতে পারে সু চির - Southeast Asia Journal

অবৈধভাবে ওয়াকিটকি আমদানি: দুই বছরের কারাদণ্ড হতে পারে সু চির

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ন্যাশলাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে।

আমদানি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চি’র মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১৪ দিনের রিমান্ডে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার দুই বছর কারাদণ্ড হতে পারে।

মামলার নথি থেকে জানা গেছে, রাজধানী নেপিদুতে সু চি’র বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি পাওয়া যায়। এগুলো অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চি’র দেহরক্ষীরা এগুলো আমদানি করেছিল। অভিযোগ প্রমাণিত হলে সু চি’র দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে তার দলের সদস্যরাই জানিয়েছেন।

এদিকে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী।