কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
আজ থেকে ২৬ বছর আগে বাংলাদেশ নৌবাহিনী থেকে ২টি জাহাজ, ২টি বোট এবং ২২০ জন নৌ সদস্য নিয়ে গঠন করা হয় বাংলাদেশ কোস্টগার্ড। ২০২১ সালে এসে সেই বাহিনীর কলেবর তো বেড়েছেই বাহিনীটি এখন দেশের জলসীমায় নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা বিধান করছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সেই কোষ্টগার্ডের ২৬ বছর পূর্ণ হলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগারগাঁও এ বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও কোস্টগার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা, নাবিক, অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সময় বীরত্বপূর্ণ ও সাহসী কার্যক্রমের জন্য পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডে খুব শীঘ্রই যুক্ত হবে অত্যাধুনিক অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি), হোভারক্রাফ্ট ও অন্যান্য উচ্চপ্রযুক্তি সম্পন্ন জলযান। এসব জলযান দিয়ে এ বাহিনী দেশ ও জাতির কল্যাণে আরো বেশি অবদান রাখতে পারবে। কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দুই যুগেরও বেশি সময় ধরে সমুদ্র বাণিজ্য ও উপকূলীয় জনগণের নিরাপত্তা বিধানে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দর এক সময়ের ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে মুক্ত হয়ে একটি নিরাপদ বন্দরে পরিনত হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে কোস্টগার্ড কর্তৃক ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে চর ও দ্বীপাঞ্চলের স্থানীয় জনগণের মাঝে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা, উপকূলীয় জেলেদের জন্য লাইফ জ্যাকেট ও রেইনকোট বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ইত্যাদি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামারির দুঃসহ দিনগুলোয় উপকূলীয় অঞ্চলের প্রায় তিন কোটি মানুষের মাঝে সাহস আর ভরসা জুগিয়ে এসেছে কোস্টগার্ড-এর সদস্যরা।
এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড।