চট্টগ্রামে চা বোর্ডে বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও কর্নার উদ্বোধন - Southeast Asia Journal

চট্টগ্রামে চা বোর্ডে বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও কর্নার উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি’ ও ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যালারি ও কর্নার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি গ্যালারি পরিদর্শন করেন।

পরে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, চা বোর্ডের সদস্য মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, ড. নাজনীন কাউসার চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রহিম খান প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চা বোর্ডে যোগদানের দিনটিকে চা দিবস ঘোষণা করা হয়েছে। তিনি প্রথম বাঙালি যিনি চেয়ারম্যানের চেয়ারে বসেছিলেন। তিনি আমাদের জন্য অসংখ্য ভালো কথা বলে গেছেন।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে টিপু মুনশি বলেন, ছাত্র রাজনীতি করার সুবাদে দেখা হয়েছে বঙ্গবন্ধু সঙ্গে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুকে মালা পরাতে গেলাম। তিনি আমাকে বলেছিলেন, তুই মালাটা প্যাঁচ দিয়ে দে। বুঝতেই দিল না সুতা ছিঁড়ে গেছে। তিনি সবাইকে খুব সহজে কাছে টেনে নিতেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, এ গ্যালারি ব্যতিক্রম হয়েছে। এক্সিলেন্ট প্রেজেন্টেশনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।