খাগড়াছড়িতে করোনা প্রতিরোধে বিএনসিসি কর্ণফূলী রেজিমেন্টের উদ্যোগে মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফূলী রেজিমেন্টের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকালে (১৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির অন্যতম ব্যস্ত এলাকা শাপলা চত্তর থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতার লক্ষে একটি র্যালী বের করা হয়।
এসময় স্থানীয় সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা উপস্থিত ছিলেন। র্যালীটি শাপলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সেনা নিবাসে গিয়ে শেষ হয়।
এসময় র্যালীতে থাকা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফূলী রেজিমেন্টের প্রায় শতাধিক ক্যাডেট শহরের পথচারী ও যানবাহনের যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
