রাঙামাটিতে বিপুল পরিমান গুলিসহ এক সাবেক ইউপি সদস্য আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে বিপুল পরিমান গুলিসহ এক সাবেক ইউপি সদস্য আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙাল হালিয়া বাজার এলাকা থেকে ৩০০ পিস কার্তুজ পাইয়া গুলিসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বাঙালহালিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই আনোয়ার ফোর্সসহ যৌথ বাহিনীর সহায়তায় পাহাড়িকা লাইব্রেরীর গলির ভেতরে জনৈক প্রদীপের মুদির দোকানের বাম পাশে সিড়ির গোড়ায় থুই চা চিং মারমা নামক (৫৩)কে আটক করেন। সে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্ধ্যা ইউনিয়নের স্থায়ী হেডম্যান পাড়া এলাকার মৃত থোয়াইসা প্রু মারমার ছেলে। এ সময় তার হাতে বহন করা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর শুকনা মরিচের গুড়ার ভেতরে লুকানো প্যাকেট করা ৩০০ পিস কার্তুজ পাইয়া জব্দ করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাশ্ববর্তী দেশের মিজোরাম থেকে বান্দরবানের রোয়াংছড়ি হয়ে বাঙালহালিয়া এলাকায় গুলিগুলো আনা হয়েছিল।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী থুই চা চিং মারমাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

You may have missed