রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপষিদের অভিষেক অনুষ্ঠিত - Southeast Asia Journal

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপষিদের অভিষেক অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে অভিষেক অনুষ্ঠিত হয়েছে পাহাড়ে অধিকার আদায়ের সম্মিলিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের। ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদউল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূইয়া। এছাড়াও প্রধান আলোচক হিসেবে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি কাজী মুজিব, পারভেজ তালুকদার, অধ্যক্ষ আবু তাহের, মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আহমেদ রাজু, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কমিটিতে সমন্বয়হীনতা ও স্বজনপ্রীতির তীব্র সমালোচনা করে ভবিষ্যতে নির্যাতিত ও অসহায় পার্বত্যবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ছাত্রপষিদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার দিক-নির্দেশনা প্রদান করেন।