ভারতে ২৫০ রুপিতে পাওয়া যাবে করোনার টিকা - Southeast Asia Journal

ভারতে ২৫০ রুপিতে পাওয়া যাবে করোনার টিকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। এর জন্য গ্রাহককে অবশ্য প্রতি ডোজের জন্য ২৫০ রুপি অর্থ গুনতে হবে। গত ২৭ ফেব্রুয়ারি শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর ইনডিটিভি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে বলা হয়, সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্য যে টিকা দেওয়া হচ্ছে, তা অব্যাহত থাকবে। পাশাপাশি ভারতজুড়ে ১০ হাজারের বেশি বেসরকারি হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে টিকা নিতে পারবে দেশের সাধারণ মানুষ।

প্রসঙ্গত, দেশটিতে গত ১৬ জানুয়ারি করোনার গণটিকাদানের কার্যক্রম শুরু হয়। দেশটিতে দুটি টিকা দেওয়া হচ্ছে। একটি পুনের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’। অন্যটি হায়দরাবাদের ভারত বায়োটেকে তৈরি শতভাগ ভারতীয় টিকা ‘কোভ্যাক্সিন’।