খাগড়াছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মসূচি প্রশিক্ষণ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
জাতি জাতির মধ্যে ধর্ম নিয়ে সহিংসতা উস্কে না দিয়ে, ধর্ম নিয়ে অপকর্ম না করে, ধর্মকে হৃদয়ে ধারণ করে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মসূচি প্রশিক্ষণ হয়েছে খাগড়াছড়িতে ।
সোমবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ধর্ম মন্ত্রণালয় অধীন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ মো. ফরিদুল হক খাঁন এমপি।
এতে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিও নারী সংরক্ষিত আসনে মহিলা এমপি বাসন্তী চাকমা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রমূখ।
বক্তরা বলেন হৃদয়বান ব্যক্তিরা ধর্মকে বুকে ধারন করে খুন হারামি না করে নিজের গন্তব্য দিকে এগোতে থাকে। তাদের মধ্যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টি হয় না। যারা সন্ত্রাস এবং জঙ্গিবাদ করে তাদের বিরোদ্ধে রুখে দারাতে হবে।
কর্মসূচিতে ইসলামানুসারী ইমাম, হিন্দু, বৌদ্ধ ধর্মালম্ভীসহ সকল ধর্মালম্ভীরা উপস্থিত ছিলেন।