২২ হাজার কোটির অস্ত্রবাহী ড্রোন পাচ্ছে ভারত - Southeast Asia Journal

২২ হাজার কোটির অস্ত্রবাহী ড্রোন পাচ্ছে ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীন ও পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্র থেকে থেকে ২২ হাজার কোটি রুপিতে ৩০টি অস্ত্রবাহী ড্রোন কিনছে ভারত। আর এই খবর সামনে আসতেই রীতিমতো ঘুম উড়েছে চীন ও পাকিস্তানের। কারণ এতদিন ভারতের হাতে যে ড্রোন ছিল তাতে স্রেফ নজরদারি করা যেত, কিন্তু নতুন ড্রোনের মাধ্যমে কোনো হামলা করতে পারতো ভারত।

জানা গেছে, ভারতে আসতে চলেছে ৩০টি এমকিউ-৯বি প্রেডিটর। যা কিনতে ভারতের মোট খরচ হবে প্রায় ২২ হাজার কোটি রুপি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষায় বৃহত্তম অংশীদার হিসেবে নাম উঠে এসেছে ভারতের। ট্রাম্প আমল থেকে ভারতের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, বর্তমান বাইডেন আমলেও সেই ধারা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভারতের হাতে যুক্তরাষ্ট্রের যে এমকিউ-৯বি ড্রোন আসার সম্ভাবনা রয়েছে, সেই ড্রোনগুলো টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। প্রায় ১৭০০ কিলোগ্রাম ওজন নিতে পারবে এর একটি ড্রোন। মূলত ভারতীয় নৌ বাহিনী সমুদ্রপথে চীনের যুদ্ধজাহাজের উপর নজরদারি রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করবে।