করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি - Southeast Asia Journal

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন প্রেস উইং জানায়, বুধবার (১০ মার্চ) বিকেলে করোনা টিকার প্রথম ডোজ নেন রাষ্ট্রপতি।

এর আগে, গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা গ্রহণ করেন।

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।