খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসী সুনীল চাকমা ওরফে সুভাষ (২৭)’ নামে একজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। গত ১০ মার্চ বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।
এসময় তার কাছজ থেকে একটি ৭.৬৫ চায়নাা পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড এ্যামোনিশেন, নগদ ১৭ হাজার ৬শ ৩৫টাকা, দুটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।
নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে দীঘিনালা জোনের অধিনস্থ বাবুছড়া ক্যাম্প এলাকা থেকে অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ্যামবুশ পরিচালনা করা হয়। রাতে মোটরসাইকেল নিয়ে বাবুছড়া থেকে দীঘিনালা যাওয়ার পথে আরোহিদের চ্যালেঞ্জ করলে বাইক থেকে একজন লাফ নিয়ে পালিয়ে যাওয়ার সময় অপারেশন দল সুনীল চাকমা ওরফে সুভাষকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ৭.৬৫ চায়নাা পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড এ্যামোনিশেন, নগদ ১৭ হাজার ৬শ ৩৫টাকা, দুটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
আটককৃত সুভাষ একজন চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত দাবী করে সূত্র জানায়, অবৈধ চাঁদার জন্য সে দীর্ঘ ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানী, নির্যাতন করে আসছে। তার আটকের খবরে স্বস্থি ফিরে এসেছে জনমনে। এ ধরনের অভিযান আগামীতে চলমান থাকবে বলে সূত্রটি জানায়।
এছাড়াও গত ১লা মার্চ দীঘিনালা সেনা জোন অভিযান চালিয়ে প্রসীতপন্থী ইউপিডিএফের স্বশস্ত্র ৪ সন্ত্রাসীকে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমান চাঁদার টাকাসহ আটক করে। পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে সাধারণ জনগণের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে বলে সূত্রটি দাবী করে।
