ইন্দোনেশিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২৭
নিউজ ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শিক্ষা সফরের একটি স্কুলবাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, স্কুলের শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে বাসটি শিক্ষাসফর থেকে ফিরছিল।
স্থানীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পশ্চিম জাভার সামেডাং শহরের কাছে এ ঘটনা ঘটে।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, বাসটিতে একটি নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী এবং তাদের কয়েকজনের বাবা-মা ছিলেন। তাদের মধ্যে ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফটোগ্রাফারের তোলা ছবিতে দেখা যাচ্ছে, খাদে আটকে উল্টে পড়ে আছে বাসটি। উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন।
উদ্ধার কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সুপরিয়ওনো বলেছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। জীবিতদের পার্শ্ববর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।