হাসিনা-মোদির বৈঠক ২৭ মার্চ
নিউজ ডেস্ক
আগামী ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় দুই দেশের মধ্যে ৩টি সমঝোতা স্মারক সই হতে পারে জানান তিনি।
১৫ মার্চ সোমাবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরে দুই শীর্ষনেতার একান্ত বৈঠক ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। স্বাস্থ্য-সংস্কৃতি ছাড়া বেশ কয়েকটি সমঝোতা চুক্তি ও প্রকল্পের উদ্বোধন হবে বলেও জানান মন্ত্রী।
এসময় আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের প্রতি আস্থা আছে বলেই করোনা মহামারির সময়েও ঢাকা সফরে আসছেন পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন নেপালের রাষ্ট্রপতি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু লেকচারে বক্তব্য রাখবেন তিনি। তার এ সফরেও দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে।