রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২ - Southeast Asia Journal

রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২জনকে আটক করার খবর পাওয়া গেছে। গত ১৫ মার্চ জেলার জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

জানা যায়, ৭ বীর জুরাছড়ি জোন সদর এর আওতাধীন লুলাংছড়ি টিওবিতে ধন বিকাশ চাকমার চলাফেরা সন্দেহ হলে ডেকে আনার পর জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে জেএসএস মুলদলের সদস্য বলে দাবি করে।

এসময় উক্ত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী ঘন্টিছড়ায় আটককৃত ব্যাক্তির বাড়ীতে ক্যাপ্টেন আহমেদ রুবায়েত তানভীর আনান এর নেতৃত্বে একটি টহল দল তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় তৈরি ২টি এলজি, ১৫ রাউন্ড বুলেট গান পাউডার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া জেলার চন্দ্রঘোনায় যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে সুই চং মারমা (২৫)কে অস্ত্রসহ আটক করা হয়েছে। গত ১৫ মার্চ সোমবার রাইখালী ইউনিয়নের তার বসতঘর থেকে তাকে আটক করা হয়।

এসময় বসতঘর তল্লাশী করে ১টি পুরাতন কাঠের বাট যুক্ত এলজি লম্বা অনুমান ১৫.৫০ ইঞ্চি ও ১টি সবুজ কার্তুজ একটি এন্টেনা ভাংগা ওয়ারলেস, ৩টি বক্স এয়ারগান এর পিলেট, ৬টি মোবাইল ও ১টি টর্চলাইট ও ১টিকাঠের বাট যুক্ত ছুরি পাওয়া যায়।

পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের একজন সক্রিয় কর্মী ও কালেক্টর এবং একাধিক মামলার আসামী বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ বিষয়ে একটি নিয়মিত অস্ত্র মামলা হয়।