১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন - Southeast Asia Journal

১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে চলমান নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়িয়েছে সরকার। ১১ এপ্রিল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল থেকে চলমান সরকারি বিধিনিষেধ আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

গত ৪ এপ্রিল থেকে করোনা প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ১১টি নির্দেশনা দেয় সরকার।

আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর লকডাউন। মাঝের এই দুদিন কী হবে তা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই সরকার লকডাউনে চলমান নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়িয়ে বিষয়টি সমাধান করলো।

You may have missed