২০২১-২৩ মেয়াদে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান
![]()
নিউজ ডেস্ক
দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএই’র দুই হাজারের বেশি সদস্য। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হাসান। তিনি জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সম্মিলিত পরিষদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
আজ সোমবার (১২ এপ্রিল) বিজিএমইএ’র নির্বাচন বোর্ডের সেক্রেটারি মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন সাতজন। তারা হলেন;
১. সৈয়দ নজরুল ইসলাম (প্রথম সহ-সভাপতি)
২. এস. এম. মান্নান কচি (জ্যেষ্ঠ সহ-সভাপতি)
৩. শহিদুল আজিম (সহ-সভাপতি)
৪. খন্দকার রফিকুল ইসলাম (সহ-সভাপতি) (অর্থায়ন)
৫. মিরান আলী (সহ-সভাপতি)
৬. মো. নাসির উদ্দিন (সহ-সভাপতি)
৭. রাকিবুল আলম চৌধুরী (সহ-সভাপতি)
রোববার (১১ এপ্রিল) ২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও সাত জন সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য আট জন মনোনয়নপত্র জমা দেন। অন্য কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৬ এপ্রিল এই পদগুলোতে ভোটের প্রয়োজন হলো না।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিলে বিজিএমইএ’র দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ড. রুবানা হকের প্যানেল থেকে জয়ী হয়েছিলেন ১১ জন।