ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্তের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের দাবি ক্যান্সারে
নিউজ ডেস্ক
দেশে করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে ক্যান্সারজনিত জটিলতায় । ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত বাকি ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ভারতফেরত আরো দুইজনের করোনা শনাক্ত হওয়ায় তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তা জানতে জিনোম সিকোয়েন্স করছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত মাসে ভারতে চিকিৎসা শেষে করোনা আক্রান্ত হয়ে দেশে ফেরেন বেশ কয়েক জন। এদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন ৬ জন। দুইজন যশোরে ও বাকি চারজনের চিকিৎসা চলে ঢাকায়।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, পনেরো দিন হাসপাতালে থাকার পর সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন। তবে মারা গেছেন একজন। তার বয়স ৬০ বছরের বেশি। ক্যান্সারজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
এদিকে, ভারত ফেরত আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি আছেন। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধু। তারা করোনার ভারতীয় ধরনে আক্রান্ত কি না, তা জানতে জিনোম সিয়োয়েন্সের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
দেশে যাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তারা ভারত থেকেই ভাইরাস নিয়ে ফিরেছেন। ভারতীয় ধরন দেশে ছড়ানোর এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।