খাগড়াছড়িতে সেনা অভিযানে ভারতীয় মালামাল জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনা অভিযানে ভারতীয় মালামাল জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন রামগড় উপজেলার মাহবুব নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ জব্দ করেছে সেনাবাহিনী।

মাহবুব নগর এলাকায় ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে বোঝাই করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ মে রবিবার বিকাল ৩টার দিকে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়কের নেতৃত্বে মাহবুব নগর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে পরে মাল বোঝাই একটি ট্রাক তল্লাশী করে ১১টি কার্টুনে ১৪০ প্রকারের ভারতীয় ভেজাল ঔষধ জব্দ করে সেনাবাহিনী সদস্যরা।

উদ্ধারকৃত মালামাল ১৭মে সোমবার গুইমারা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তাবাহিনী সূত্র ।