বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৭০টি ঘর, ক্ষতিগ্রস্থদের পাশে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৭০টি বাড়ি ঘর। গত সোমবার গভীর রাতে পাড়ার মাঝখানে একটি বাড়িতে লাগলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সোমবার রাত দেড় টার দিকে পাড়ার মাঝখানে থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। বাড়িতে হঠাৎ আগুন লাগলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭০টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরগুলো পাশাপাশি ও ঘন বসতি হওয়ার কারনে তাৎক্ষণিকভাবে ভষ্মীভূত হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাড়ার প্রাথমিক সরকারি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। তবে বেশিরভাগ পরিবার এখনও খোলা আকাশের নিচে রয়েছে।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রথাগত সামাজিক প্রতিষ্ঠান হেডম্যান-কারবারী পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে বান্দরবান সেনা জোন হতে একটি টহল দল অগ্নি নির্বাপনের জন্য ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান জোন এর সহায়তায় গত ১৮ মে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে সকাল এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
এছাড়া বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের প্রত্যেককে ৫হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রামে আর্ত মানবতার সেবায় সেনাবাহিনীর এধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা।।